ক্রীড়া ডেস্ক ::
কোপা আমেরিকার অষ্টম ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে শক্তিশালী ব্রাজিল। সালভাদরে ’এ’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (১৯ জুন) ভোর সাড়ে ছয়টায়।
এ দিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বলিভিয়া-পেরু। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটায়। গুরুত্বপূর্ণ ম্যাচ দুইটি সরাসরি সম্প্রচার করবে বেইন স্পোর্টস এ।
নেইমারকে ছাড়াই কোপার নবম শিরোপার মিশনের শুরুটা দুর্দান্তই হয়েছে ব্রাজিলের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বলিভিয়াকে ৩-০তে হারিয়েছিল স্বাগতিকরা। জয়ের সেই ধারা বজায় রাখার লক্ষ্য বুধবার মাঠে নামবে কৌতিনহো-ফিরমিনোরা। ব্রাজিলের কোপার মিশন জয় দিয়ে শুরু হলেও ভেনেজুয়েলার শুরুটা হয়েছে ড্রয়ে। গেল রবিবার পেরুর বিপক্ষে গোল শূন্য ড্র করে তারা।
সব প্রতিযোগিতা মিলিয়ে ভেনেজুয়েলার সঙ্গে ২৪ বারের দেখায় ব্রাজিল হেরেছে মাত্র ৩টি ম্যাচে! এর মধ্যে দুটি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে; এছাড়া ২০০৮ সালে একটা প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-০ গোলে হারায় ভেনেজুয়েলা।
কোপায় ভেনেজুয়েলার বিপক্ষে সবশেষ সাত ম্যাচের দেখায় ব্রাজিল জিতেছে ছয় ম্যাচে। যেখানে মোট ২৭টি গোল করেছে তারা; বিপরীতে ভেনেজুয়েলা করেছে মাত্র দুটি গোল! ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয় ৬-০; ১৯৭৫ সালে! দ্বিতীয় সর্বোচ্চ ৩-১ গোলে জিতেছে সেলেকাওরা; ১৯৮৯ সালে!
নিজেদের মাঠে ব্রাজিল সব শেষ কোপার ১৫টি ম্যাচে অপরাজিত আছে। সেই ধারা আজও ধরে রাখতে চাইবে তিতের শিষ্যরা। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে ভেনেজুয়েলা। ব্রাজিলের বিপক্ষে তুলনামূলক দুর্বল দল হলেও নেইমারবিহীন ব্রাজিলকে ছেড়ে কথা বলবে না তারা।
Leave a Reply