ক্রীড়া ডেস্ক ::
জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচে জিতেই মাঠ ছাড়লেন লাসিথ মালিঙ্গা। সতীর্থরা তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। শ্রীলঙ্কার পেসারের অদ্ভুত বোলিং অ্যাকশন গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছিল। একদিনের ক্রিকেটে ৩৩৮ উইকেট নিয়েছেন। টেস্টে ১০১ উইকেট তাঁর। আর টি২০ ক্রিকেটে পেয়েছেন ৯৭ উইকেট।
কিন্তু মালিঙ্গার জীবনের একটি অন্য অধ্যায়ও রয়েছে। প্রায় ১০ বছর নিজের গ্রামের বাড়িতে যাননি মালিঙ্গা। মা–বাবার খোঁজ পর্যন্ত নেননি। তাঁরা কী অবস্থায় রয়েছেন সে খবরও রাখেননি। গলের রাথগামা গ্রামে জন্ম মালিঙ্গার। সেখানে সমুদ্রের পাশে বালির মধ্যে নারকেল নিয়ে বোলিং করতেন মালিঙ্গা।
আরও পড়ুন : মিরপুরে জঙ্গি সন্দেহে একই পরিবারের ৫ জন আটক
বর্তমানে গ্রামের বাড়িতে থাকেন শুধু তাঁর মা–বাবা। সেলাইয়ের কাজ করে চলে সংসার। মালিঙ্গা এখন থাকেন কলম্বোয়। ১০ বছর তিনি গ্রামের বাড়িতে আসেননি। মালিঙ্গার মা বলছিলেন, ‘ছেলে কলম্বোর জীবনযাত্রা পছন্দ করে। তাই গলের বাড়িতে আসতে চায় না। ৪ মাস আগে একবার কলম্বো গিয়েছিলাম। তখন ছেলের সঙ্গে দেখা হয়েছিল।’
ঘরের দেওয়ালে মালিঙ্গার খেলার নানা মুহূর্তের একাধিক ছবি রয়েছে। মা–বাবার আশা অবসরের পর ছেলে হয়ত গ্রামের বাড়িতে আসবে।
[…] দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন; তামিম মা বাবার খোঁজ পর্যন্ত নেননি মালিঙ্গা কিশোরগঞ্জে ট্রাকচাপায় নিহত ৪ […]