মধুপুর প্রতিনিধি ::
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের নিয়ে সালোম নামের উন্নয়ন সংগঠন মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্যোগ মোকাবেলার আকর্ষণীয় মহড়া করেছে।
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেল তিনটার দিকে মধুপুরের জলছত্র ফুটবল মাঠে জলছত্র আদর্শ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে এ মহড়া অনুষ্ঠিত হয়।
‘দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করণীয়’ শীর্ষক ওই মহড়া শিক্ষক শিক্ষার্থী ছাড়াও জলছত্র বাজারের ও বাসাবাড়ির অসংখ্য বাসিন্দা এ মহড়া উপভোগ করেন।
এ সময় মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা এবং মহড়া পরিচালনাকারী দেলায়ার হোসেন দুর্যোগের নানাদিক তুলে ধরে তা মোকাবেলায় সকলের করণীয় নিয়ে জনসচেতনতামূলক বক্তৃতা করেন।
সালোম উন্নয়ন সংগঠনের ফিল্ড সুপার ভাইজর নিরন্ত নকরেক, সাংবাদিক এসএম শহীদ, জলছত্র আদর্শ নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বক্তব্য রাখেন।
Leave a Reply