:: ক্রীড়া ডেস্ক ::
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলকে বহনকারী মাইক্রোবাসকে একটি বাস ধাক্কা দেওয়ায় তিন ক্রিকেটার আহত হয়েছেন।
বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে ইউএনবি’র একটি খবরে বলা হয়। আহত ক্রিকেটাররা হলেন- মেহেদী হাসান রানা, জাকির হাসান ও মনির খান।
বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের অধিনায়ক হাসিবুল হোসেন শান্ত জানান, সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলার পর সাভারের বিকেএসপি থেকে ঢাকায় ফেরার পথে এদুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় পেস বোলার মেহেদী বুকে, জাকির মাথায় ও মনির পায়ে ব্যথা পান। তবে তারা সবাই সাভারে প্রাথমিক চিকিৎসা শেষে তারা নিরাপদে ন্যাশনাল একাডেমিতে ফিরেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের অধিনায়ক।
উল্লেখ্য, শ্রীলংকার ইমার্জিং দলের বিপক্ষে বুধবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে ২ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। আগামী ২৪ আগস্ট খুলনার শহীদ আবু নাসে স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে দু’দলের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।
[…] […]