:: নওগাঁ প্রতিনিধি ::
নওগাঁর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১০২ পিচ এ্যাম্পুল ইনজেকশনসহ (নেশাদ্রব্য) ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন লিপন (৩৩) কে আটক করেছে।
আটক সরোয়ার হোসেন লিপন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর কোচারীপাড়া গ্রামের মোঃ আবুল কালাম আজাদের ছেলে।
আরও পড়ুন : নওগাঁয় যাত্রীবাহী বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত: আহত অন্তত ২০
ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে সদর থানার চকনদীকুল গ্রাম থেকে ১০২ পিচ এ্যাম্পুল ইনজেকশনসহ তাকে আটক করা হয়।
সে একজন কুখ্যাত এ্যাম্পুল ইনজেকশন ব্যবসায়ী। এ ব্যাপারে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Leave a Reply