কারাবাও কাপের সূচিতে বদল না আনলে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দল খেলাবেন না বলে মন্তব্য করেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। সেই সূচিতে আনা হয়নি পরিবর্তন। একই দিনে তাই লিভারপুলকে খেলতে হবে দুই ম্যাচ। লিভারপুল কোচও মেনে নিয়েছেন সেটা। তবে হতাশা এবং ক্ষোভ প্রকাশ করেছেন, ‘ফুটবল গভনিং বোর্ডির চাপে তাদের এমন সূচিতে খেলতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সূচি অনুযায়ী, আগামী ১৮ ডিসেম্বর (১৭ ডিসেম্বর দিবাগত রাত) কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুলকে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে অ্যাস্টন ভিলার বিপক্ষে খেলতে হবে। ওই দিন রাত সাড়ে এগারটায় কাতারে ক্লাব বিশ্বকাপে খেলতে হবে লিভারপুলকে। ক্লাব বিশ্বকাপের সূচি নির্ধারণ করে ফিফা। সূচিও বেশ আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। লিভারপুলকে বেশ আগেই জানিয়েও দেওয়া হয়েছে। ঝামেলা বাধিয়েছে কারাবাও কাপের সূচি।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গেঙ্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে লিভারপুল। নাপোলিকে হটিয়ে গ্রুপে নিজেদের শীর্ষে তুলেছে। দলের হয়ে উইজনালডম এবং চেম্বারলিন গোল করেন। দলের জয়ের দিনেই তাকে কথা বলতে হলো সূচি নিয়ে। ক্লপ বলেন, ‘আমরা ফিফা এবং ইএফএলের কাছে খারাপ দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাই না। তাই দুটো ম্যাচই খেলবো।’
কিভাবে খেলবেন সেই ব্যাখ্যায় জার্গেন ক্লপ বলেন, ‘আমরা কারাবাও কাপের প্রতিযোগিতাকে সম্মান করি। কারাবাও কাপ খেলবো কথাটা শুনলে মনে হতে পারে আমরা এই প্রতিযোগিতাকে সম্মান করি না। কিন্তু তা সত্য নয়। তবে সূচি নিয়ে আগে থেকেই ভাবা উচিত। প্রতি বছরই এটার মুখোমুখি হতে হয় আমাদের। পাঁচ দিনে খেলতে হয় তিনটি ম্যাচ। তারা মনে করে এটা খুবই মজার ব্যাপার।’
ক্লপ কারাবাও কাপ এবং ক্লাব বিশ্বকাপে দুই দল খেলাবেন বলে উল্লেখ করেন। ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে থেকেই ধরে নেওয়া উচিত নয় যে, ওই দলটা হেরে বিদায় নেবে। তিন বছর আগে একবার আমাদের সঙ্গে একই ঘটনা ঘটেছে।’
Leave a Reply