:: মধুপুর প্রতিনিধি ::
টাঙ্গাইলের মধুপুরে ইভটিজিংয়ের দায়ে অনক দাস (২২) ও হাসান (২৪) নামের দুই বখাটেকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আটক অনক দাস ধনবাড়ী উপজেলা ঘাটাইলের শান্তিনগর গ্রামের স্বপন দাসের ছেলে এবং হাসান মধুপুর পৌর এলাকার শহীদ স্মৃতি রোডের নজরুল ইসলাম ওরফে হকে সওদাগরের ছেলে।
বুধবার (৬ নভেম্বর) স্কুলের ছাত্রীদের ইভটিজিং করার সময় মধুপুর শহীদ স্মৃতি রোড থেকে তাদেও স্থানীয়রা আট করে।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে এই দুই তরুণ মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় অবস্থান করে চলার পথে স্কুলছাত্রীদেও নানা আপত্তিকর মন্তব্য করে আসছে। জেএসসি ও জেডিসি পরীক্ষার দুটি কেন্দ্র পাশাপাশি।
পরীক্ষা শুরু ও শেষের দিকে তারা কয়েকদিন ধরে অব্যাহত এ কাজটি করে আসছিল। অভিযোগ পাওয়া গেছে, গত সোমবার পরীক্ষা শেষে তাদের এমন আচরণের প্রতিবাদ করতে গিয়ে মধপুর উপজেলার গারোবাজার এলাকার এক শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। বাধা দিতে গিয়ে শিক্ষার্থীরা তাদের হাতে পিটুনি খেয়েছে।
মধুপুর থানার ওসি তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান, এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।
Leave a Reply