আরও শক্তি হয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এটি প্রথমে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানার সম্ভাবনা থাকলেও দিক পরিবর্তন করে সরাসরি বাংলাদেশেই আঘাত হানতে পারে।
শনিবার (৯ নভেম্বর) রাতেই ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গে ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
ক্ষণে ক্ষণে দিক পাল্টানো ঘূর্ণিঝড় বুলবুলের আঘাত হানার আশঙ্কায় ভারতের পশ্চিমবঙ্গজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
পশ্চিমবঙ্গের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি কয়েক গুণ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। শনিবার দিনের শুরুতে পশ্চিমবঙ্গের সুন্দরবন হয়ে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে এটি।
শেষ মুহূর্তে ঘূর্ণিঝড় বুলবুল দিক পরিবর্তন করে সরাসরি বাংলাদেশে আঘাত হানতে পারে বলেও জানিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদফতর।
তবে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়ের গতি অনেকটাই কমবে বলেও জানানো হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়াসহ বিভিন্ন এলাকার আকাশ মেঘলা রয়েছে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।
Leave a Reply