:: টাঙ্গাইল প্রতিনিধি ::
টাঙ্গাইলের ধনবাড়ীতে গালায় ফাঁস দিয়ে এক সন্তানের জননী শিখা আক্তার নামে এক গৃহবধূ সোমবার সকালে তার নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেছে।
শিখা আক্তার ধনবাড়ী পৌরশহরের চালাষ পূর্বপাড়া গ্রামের মোবারকের স্ত্রী এবং একই উপজেলার সাত্তারকান্দি গ্রামের শেখ ফরিদ মিয়ার মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনবাড়ী পৌরশহরের চালাষ পূর্বপাড়া গ্রামের মো. বারেক মিয়ার ছেলে রং মিস্ত্রী মোবারকে সাথে ৪ বছর আগে একই উপজেলার সাত্তারকান্দি গ্রামের শেখ ফরিদ মিয়ার মেয়ে শিখা আক্তারের বিয়ে হয় । মোবারক ঠিক মতো কাজকর্ম করতো না। তাদের সংসারে সব সময় অশান্তি লেগেই থাকতো।
শিখাকে মাঝে মধ্যেই যৌতুকের টাকার জন্য মারপিট করতো তার স্বামী মোবারক। তাদের সংসারে একটি দেড় বছরের ছেলে সন্তানও রয়েছে।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও কমিশনার নূর মোহাম্দের উপস্থিতিতে নিহতের লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply