:: মধুপুর সংবাদদাতা ::
টাঙ্গাইলের মধুপুরে ইন ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট (আইপিডিএস) এর নেটওর্য়াক বিল্ডিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত মিটিং এআইপিডিএস এর প্রোগ্রাম অগ্রানা ইজারমিথুন জাম্বিলের
সঞ্চালনায় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
জিএম এডিসির সভাপতি অজয় এমৃ, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মারীয়া চিরান, সেড এর
প্রতিনিধি প্রবীন চিসিম, সালোম প্রতিনিধিনির ন্তনকরেক, কোচ আদিবাসী সংগঠন এর সাধারন সম্পাদক গেীরাঙ্গ বর্মন,
অরণখোলা ইউপির প্যানেল চেয়ারম্যান প্রবীর নকরেক প্রমুখ।
মিটিংএ বিভিন্ন বেসরকারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply