:: সাতক্ষীরা সংবাদদতা ::
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের মুখে দাহ্য পদার্থ (পেট্রোল) নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুবৃর্ত্তরা। গুরুতর আহত ওই কৃষককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার নাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সুলতান দালাল ওই গ্রামের শহর আলী দালালের ছেলে।
আহত সুলতান দালাল জানান, শনিবার রাতে তিনি সীমান্তবর্তী মাদরা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাথপুর গ্রামে পৌছালে দুইজন লোক মোটরসাইকেল যোগে এসে তার গতিরোধ করে। একজন তার মুখে টর্চ লাইট মেরে রাখে অপরজন তার মুখে দাহ্য পদার্থ (পেট্রোল) নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় তার আত্মচিৎকারে পাশ্ববর্তী লোকজন ছুটে এসে তার গায়ে থাকা জ্যাকেট খুলতে খুলতে তার মুখমন্ডল, হাত ও চোখ পুড়ে যায়। পরে তারা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডা: মাহবুব হোসেন জানান, তার মুখমনন্ডল ও হাত পুড়ে গেছে। তার একটি চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
এদিকে কলারোয়া থানার সেকেন্ড অফিসার এসআই রাজকুমার পাল ঘটনাস্থল থেকে ঘরে এসে জানান, পারিবারিক কলহের জের ধরে এমন একটি ঘটনা ঘটেছে বলে তার ধারণা।
কলারোয়া থানার ওসি মনির-উল-গিয়াসএ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি লোকে মুখে শুনে ঘটনাস্থলে এক পুলিশ অফিসারকে পাঠিয়ে ছিলাম। তিনি প্রাথমিক তদন্ত করে এসেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply