:: নিউজ ডেস্ক ::
টাঙ্গাইলের ভূঞাপুরে আহাতন বেওয়া (১২০) বছর বয়সী এক বৃদ্ধাকে তার নিজ ঘরে বটি দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে গলা কেটে হত্যা করেছে বাবু আহম্মেদ (২২) এক যুবক।এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ওসি মো. রাশেদুল ইসলাম ।
নিতহ সে উপজেলার ফলদা গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের স্ত্রী। ঘাতক বাবু আহম্মেদ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার চর রৌহা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ।
স্থানীয়রা জানায়, বাবু উপজেলার ফলদা বাজারে শিহাব সরকারের দোকানে কর্মচারি হিসেবে কাজ করতো । প্রতিদিনের ন্যায় সে দোকান থেকে দুপুরের খাবার খেতে বাড়ীতে যায়। বাবুকে ঘর থেকে বিমর্ষ অবস্থায় বেড়িয়ে যেতে দেখেন দোকান মালিক শিহাব উদ্দিনের স্ত্রী। তার সন্দেহ হলে ঘরে ঢুকে শাশুড়ীর গলা কাটা লাশ দেখে চিৎকার করতে থাকে। বাবু দোকানে না গিয়ে সিএনজি চালিত অটো রিকশাযোগে পালিয়ে বঙ্গবন্ধু সেতু রেলওয়েস্টেশনে নেমে দৌড়ে পালাতে চেষ্টা করে। এসময় স্থানীয়রা চোর সন্দেহে ধরে তাকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় সোপর্দ করে এবং সেখান থেকে ভূঞাপুর থানায় প্রেরণ করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। লাশ উদ্ধার করা হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি।
Leave a Reply