:: মধুপুর প্রতিনিধি ::
টাঙ্গালের মধুপুরে ইন্ডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস’র) সংলাপ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার জলছত্র শান্তিনিকেতনে সংলাপ ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক।
আইপিডিএস’র প্রোগ্রাম অফিসার মিঠুন জাম্বিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জিএমএডিসি’র সভাপতি অজয় এ মৃ, পীরগাছা থাংআনি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি নিকেন মৃ, ইউপি সদস্য প্রবীর নকরেক, অর্চনা নকরেক, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জন যেত্রা প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply