:: কুমিল্লা সাংবাদদাতা ::
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন- বিশ্বের কোন দেশেই স্বাধীনতার পক্ষে বিপক্ষের দুই শক্তি নেই,বাংলাদেশেও স্বাধীনতার বিপক্ষের বলতে কোন শক্তি থাকতে পারবে না । জিয়া পাকিস্তানের এজেস্ট ছিলো উল্লেখ করে শেখ সেলিম বলেন জিয়া-মোস্তাকই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে গণতন্ত্রকে, হত্যা করেছে মুক্তিযুদ্ধেও চেতনাকে। যাদের জন্য বাংলাদেশ ৫০ বছর পিছিয়ে গেছে। পাকিস্থানের স্বপ্ন বাদ দিয়ে বিএনপিকে উন্নত বাংলাদেশের কথা বলার আহবান জানান্
তিনি আজ চান্দিনা মহিলা কলেজ মাঠে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আওয়াল সরকারের সভাপতিত্বে উদ্বোধন অধিবেশনে দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাড. আব্দুল মতিন খসরু এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি,পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে সকাল ১০টায় বেলুন পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি।
সম্মেলনে নৌকার আদলে বিশ ফুট বাই চল্লিশ ফুট এলইডি টিভি মাধমে ডিজিটাল মঞ্চে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অতিথি এবং কাউন্সিলারদের জন্য ছিলো সংরক্ষিত আসন। আর সম্মেলনের আশঁপাশসহ পুরো এলাকা সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত ছিলো।
Leave a Reply