বিজয় দিবস সামনে রেখে সংবাদকর্মীদের গাওয়া ‘বাংলাদেশের খবর’ গানের ভিডিও প্রকাশ হয়েছে গানওয়ালার ইউটিউব চ্যানেলে। সুমন সাহার কথায় গানটির সুর-সংগীত করেছেন সুমন কল্যাণ।
আর গানটিতে কণ্ঠ দিয়েছেন যমুনা টিভির সাংবাদিক মনিরুল ইসলাম, ইনডিপেনডেন্ট টিভির মাহমুদা মৌমিতা, সিনিয়র নিউজ প্রেজেন্টার দোলা ডলোরেস, ডিবিসি নিউজের সোনিয়া হক, নিকিতা নন্দিনী, ক্রীড়া সাংবাদিক শাহান পাপন এবং গণমাধ্যমকর্মী আহমেদ তোফায়েল।
গানের গীতিকার ও নির্মাতা সুমন সাহা বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে ১০ ডিসেম্বর গানটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। কারণ সেদিন ময়মনসিংহ মুক্ত দিবস। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ১৯৭১ সালের এই দিনে আমার বাবা বাংলাদেশের জন্য বিজয় ছিনিয়ে এনেছিল ময়মনসিংহে। বাবাকে উৎসর্গ করে গতকাল গানটি অবমুক্ত করা হয়। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
তিনি আরও জানান, ‘বাংলাদেশের খবর’ গানটি বাংলাদেশ টেলিভিশনসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচারিত হবে।
Leave a Reply