:: নিজস্ব প্রতিবেদক ::
আওয়ামী লীগের সদ্য বিদায়ী কমিটিতে বিভিন্ন পদে তেমন রদবদল না হলেও পদোন্নতি পেয়েছেন কয়েকজন। সদ্য বিদায়ী কমিটির সভাপতিমন্ডলীর পদ থেকে বাদ পড়েননি কেউ। ১৭ সদস্যের সভাপতিমন্ডলীতে আগের ১৪ জনই বহাল রয়েছেন। কমিটিতে নতুন মুখ হিসাবে এসেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। আর যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে সভাপতিমন্ডলীতে পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সদ্য বিদায়ী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সাংগঠনিক সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সদ্য সাবেক কমিটির কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন ও মির্জা আজম।
দপ্তর সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সদ্য সাবেক কমিটির উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আইন সম্পাদক পদে পদোন্নতি পেয়েছেন সাবেক কার্যনির্বাহী সদস্য নজিবুল্লাহ হিরু। মহিলা বিষয়ক সম্পাদক পদে নতুন করে দায়িত্ব দেয়া হয়েছে মেহের আফরোজ চুমকিকে।
Leave a Reply