:: নিজস্ব প্রতিবেদক ::
টাঙ্গাইলের নাগরপুরে গরীব অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ঔষধ ও কম্বল বিতরন করা হয়েছে। উপজেলার বীর সলিল ডাক্তার বাড়িমাঠ প্রাঙ্গনে শুক্রবার গতকাল দিনব্যাপী এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
মরহুম ছমির উদ্দিন মিয়া কল্যাণ সংস্থার আয়োজনে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন, অর্থোপেডিক, চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু, বক্ষব্যাধি রোগে আক্রান্ত ৫ শতাধিক রোগীর দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা শেষে লক্ষাধিক টাকার ঔষধ বিনামূল্যে বিতরন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম দুলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেনসহ এলাকার বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ।
পরে সেখানে উপস্থিত রোগীদের মাঝে শীত নিবারনের জন্য কম্বল বিতরন করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু।
Leave a Reply