:: নিউজ বুক ডেস্ক ::
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আবারো আতিকুল ইসলামকেই বেছে নিয়েছে আওয়ামী লীগ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আরও পড়ুন : সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
রোববার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
দুই সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ১০ জানুয়ারি। ভোটলগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।
Leave a Reply