:: নিউজ বুক ডেস্ক ::
সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার চট্টগ্রামে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী এবং রাষ্ট্রপতি প্যারেডের সালাম গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে নতুন ক্যাডেটদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী।
এর আগে, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার এসে নামে চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারী একাডেমীতে। এরপর তিনি প্যারেড মাঠে আসলে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে প্যারেড পরিদর্শন করে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৭৭তম রাষ্ট্রপতি প্যারেডের মাধ্যমে ২৩৪ জন বাংলাদেশি, ২৯ জন সৌদি, একজন ফিলিস্তিনি এবং একজন শ্রীলঙ্কান ক্যাডেটসহ ২৬৫ জন কমিশন লাভ করেন। তাদের মধ্যে ২৭ জন নারী রয়েছেন।
Leave a Reply