টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারো বাজার এলাকা থেকে ৮৪ কেজি গাঁজা পাচারের সময় কামরুল ইসলাম (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব- ১২) সদস্যরা।
গতকাল বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গারো বাজার এলাকা থেকে একটি মিনি ট্রাকসহ (ঢাকা-মেট্রো-ন-১৩-০৮৭৫) কামরুলকে আটক করা হয়।
সে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মজলিসপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।
র্যাব- ১২ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মো. শফিকুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মধুপুর উপজেলার গারো বাজার এলাকায় অভিযান চালানো হয় এবং সন্দোহ হলে কামরুলের ট্রাকে অভিযান চালানো হয়।
এ সময় কামরুলের ব্যবহার করা ওই ট্রাকের বিশেষ চেম্বারে রাখা গাঁজা উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৩৩ লাখ ৯২ হাজার টাকা। গাঁজার এ বিশাল চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, এ বিষয়ে কেউ এখনও অভিযোগ করেনি।
Leave a Reply