: টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের কালিহাতীতে বিদেশি পিস্তল ও গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধল্লাই এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফারুক (২৫) উপজেলার ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
কালিহাতী সার্কেল এএসপি রাসেল মনির জানান, প্রতিদিনের মত মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করাকালে নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই এলাকায় গ্রেপ্তারকৃত ফারুক মুখ পেঁচিয়ে ঘুরাফেরা করছিল। তাকে সন্দেহ হলে তার দেহ তল্লাশিকালে কোমর থেকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কালিহাতী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
Leave a Reply