:: টাঙ্গাইল সংবাদদাতা ::
টাঙ্গাইলে ৯০ পিস ইয়াবাসহ জাফর মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ১২ সদস্যরা। সে টাঙ্গাইল জেলার করটিয়া এলাকার মো: এরশাদ মিয়ার ছেলে।
গতকাল বুধবার রাতে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর (ভারপ্রাপ্ত) কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার সদর থানাধীন করটিয়া কলেজপাড়া করটিয়া হাঁট কালি মন্দিরের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে মোঃ জাফর মিয়াকে ৯০ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোন, ০১টি সিম কার্ড ও নগদ ৮০০/- টাকা গ্রেফতার করা হয়।
জাফর মিয়া জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।
Leave a Reply