মধুপুর সংবাদদাতা ::
মধুপুরে আকাশি গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের উদ্যোগে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। সম্প্রতি আকাশি গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব প্রাঙ্গনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছারোওয়ার আলম খান আবু।
আব্দুল বারী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ, আকাশি গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান শহিদ, আকশি গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের সভাপতি রেজাউল হক ও সাধারণ সম্পাদক ফরমান আলী। অনুষ্ঠানে মধুপুরের বিভিন্ন বিদ্যালয়ের শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ৬০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ৫শ টাকা করে প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply