:: নিউজ বুক ডেস্ক ::
সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় ১০ জনকে ফাঁসি দিয়েছে আদালত। এছাড়া দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। সোমবার সকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলা চালিয়ে সংগঠনের নেতা হিমাংশু মন্ডলসহ পাঁচজনকে হত্যা করে জঙ্গিরা। আহত হয় ২০ জন। ঘটনার পরপরই মামলা হয়।
দুই বছর পর আসামিদের বিরুদ্ধে কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি মর্মে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। ২০০৫ সালে আদালতের নির্দেশে আবারো ওই মামলার তদন্ত শুরু হয়। পরে গ্রেফতার মুফতি মঈনুদ্দিনের জবানবন্দিতে উঠে আসে হরকাতুল জিহাদের সম্পৃক্ততা।
২০১৩ সালে জঙ্গি মুফতি হান্নানসহ ১২ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি অভিযোগপত্র দেয় সিআইডি। ৩৮ জনের সাক্ষ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
মামলার আসামিরা হলেন: মুফতি আব্দুল হান্নান, মুফতি মঈনুদ্দিন শেখ, আরিফ হাসান সুমন, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মশিউর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মহিবুল মুত্তাকিন, আমিনুল মুরসালিন, মুফতি আব্দুল হাই, মুফতি শফিকুর রহমান, রফিকুল ইসলাম মিরাজ এবং নুর ইসলাম।
আসামিদের মধ্যে জঙ্গি নেতা মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আর সাত আসামি পলাতক রয়েছেন।
দুই দশক আগের চাঞ্চল্যকর এই ঘটনায় গত বছরের ১ ডিসেম্বর মামলার যুক্তি-তর্ক শেষ হয়। পরে রায়ের জন্য সোমবার দিন ঠিক করে আদালত।
Leave a Reply