:: হাবিবুর রহমান ::
টাঙ্গাইলের মধুপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা ইনডি জিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস) এর নেটওয়ার্ক বিল্ডিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ হলরুমে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইনডি জিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেসের প্রোগ্রাম অফিসার মিথুন জাম্বিল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, মধুপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক হাবিবুর রহমান, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মারীয়া চিরান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি থমাস চাম্বুগং, সেড প্রতিনিধি প্রবীন চিসিম, কোচ আদিবাসী সংগঠনের সাধারন সম্পাদক গেীরাঙ্গ বর্মন, আচিক মিচিক সোসাইটির নির্বাহী পরিচালক সুলেখা ¤্রং প্রমুখ।
সভায় জলছত্র মহিলা সমিতি, গাসু, বাগাছাস, জিএসএফসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক বলেন, আমাদের মধুপুর গড় এলাকায় বিভিন্ন জাতি গোষ্ঠীর লোক একত্রে মিলেমিশে বসবাস করি। একে অপরের অনুষ্ঠানে অংশগ্রহন করি। বিপদ আপদে একে অপরের পাশে দাড়াঁই। এভাবে যুগ-যুগ ধরে একে অপরের সাথে হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমাদের গড় এলাকায় একজন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্য আদিবাসী গারো কোচ সম্প্রদায় থেকে এ এলাকার মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। এতেই প্রমান করে আমরা কতটা মিলেমিশে বসবাস করি। আমাদের মধ্যে যেমন রয়েছে আন্তরিকতা তেমনি রয়েছে সহনশীলতা। আমরা এ সহনশীলতা নিয়ে আগামী দিনে একে অপরের সাথে মিলেমিশে আরও এগিয়ে যেতে চাই।
Leave a Reply