:: ধনবাড়ী সংবাদদাতা ::
টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক চাপায় দুজন পথচারী নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানায়, আজ রোববার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহা-সড়কে ধনবাড়ী পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন এলাকায় জামালপুরগামী একটি ট্রাক দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাখাডুবি গ্রামের সুরুজ্জামানের ছেলে মো. হুমায়ুন কবীর (৪০) অপরজনের নাম ঠিকানা জানা যায়নি।
ধনবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া এ সড়ক দুর্ঘটনার সত্যাতা নিশ্চিত বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে করে বলেছেন দ্রæতগামী ট্রাকটি পথচারীদের চাপা দিয়ে পালিয়ে গেছে।
Leave a Reply