:: হাফিজুর রহমান ::
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের কদিম ধল্যা এলাকায় ৩৪টি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩ টার দিকে কদিম ধল্যা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গরু বোঝাই ট্রাকটি ছিনতাই করা হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ।
এ ঘটনায় মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ট্রাক চালক সাইফুল ইসলাম রকি।
ঘটনার পর মঙ্গলবার রাতে পুলিশ ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় রাস্তার পাশ থেকে ৩৪ টি গরু উদ্ধার করে। তবে গরু বহনকারী (ঢাকা মেট্রো ট- ১১-০-১৭৪) ট্রাকটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপর ট্রাক চালক মো. নিশান জানান, চাপাই নবাবগঞ্জের সোনাইমুড়ী গরুর হাট থেকে ৩৪ টি গরু নিয়ে ট্রাক যোগে ঢাকার গাবতলী হাটের দিকে রওনা দিলে মির্জাপুরের কদিম ধল্যা নামক এলাকায় পৌছানোর পর কালো হাইস গাড়ী তাদের গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। সে সময় তাদের কাছে ওয়াটকি, হ্যান্ডকাপ ও রিভালবার ছিলো।
আরও পড়ুন : পুলিশ সদস্য আরমান রায়হানের স্বপ্ন নিভে গেল, আবারো সড়ক দুর্ঘটনা টাঙ্গাইলে !
ট্রাকে থাকা সবাইকে গাড়ি থেকে নামিয়ে হাইসে উঠিয়ে হাত পা বেঁধে বেধড়ক পেটাতে থাকে তারা। এক পর্যায়ে চোখ বেঁধে আমাদের নিয়ে গাড়িতে করে রওনা দেয়। পথিমধ্যে বিভিন্ন জায়গায় এক এক করে সবাইকে নামিয়ে দেয়।
মির্জাপুর থানার মামলা তদন্তকারী কর্মকর্তা মো. ফজলুর রহমান জানান, এ ঘটনায় অতিদ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধার হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Leave a Reply