:: সাইদুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদক ::
নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে তার শয়ন ঘরে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ সকালেই মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা মধ্যপাড়া গ্রামে।
এ ব্যাপারে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, উপজেলার বাঁকা গ্রামের সাবেক ইউপি সদস্য আবুবক্কর সিদ্দিকের ছেলে আরিফুল ইসলাম তার বাড়ির পাশে পুকুরে পানি সেচ দিচ্ছিল। রবিবার রাতে কোনো এক সময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে জবাই করে হত্যা করে চলে যায়। সোমবার ফজরের নামাজের সময় তার চাচা রাঙ্গা আরিফুলকে নামাজের জন্য ডাকতে গেলে ঘর থেকে কোন সারা শব্দ না পেয়ে তার শয়ন ঘরে ঢুকতেই আরিফুলের রক্তাক্ত মৃত দেহ দেখতে পায়। সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় আত্রাই থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল নওগাঁ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা পরিদর্শন করে।
আরো পড়ুন : ধনবাড়ীতে কলা চাষে আগ্রহ বেড়েছে কলাচাষিদের
আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন মন্ডল বিডি নিউজ বুক টোয়েন্টিয়োর ডট নেটকে জানান, এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের জন্য পুলিশী তৎপরতা অব্যহত রয়েছে হয়েছে
[…] […]