:: ধনবাড়ী প্রতিনিধি ::
টাঙ্গাইলে ধনবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত, প্রভাত ফেরী, শিশুদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অন্তর্ভূক্ত ছিল। ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হিরা। অন্যান্যের মধ্যে বক্তব্য ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া, ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন এনজিও প্রতিনিধি, বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকাল গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply