:: মধুপুর প্রতিনিধি ::
টাঙ্গাইলের মধুপুরে প্রতিবন্ধী এক নারী (২২) ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক মোজাফফর আলী ওরফে গেন্দা (৫৫) বৃদ্ধকে আটক করে শুক্রবার (০৬ মার্চ) জেল হাজতে পাঠিয়েছে মধুপুর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ড এলাকায়।
ধর্ষক মোজাফফর আলী গেন্দা উপজেলা আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ গাংগাইর এলাকার মৃত অসি খা’র ছেলে।
পুলিশ, পারিবারিক ও এলাকবাসী সূত্রে জানা যায়, প্রতিবন্ধী ওই নারীর বাড়ী মধুপুর উপজেলার জলছত্র এলাকায়। সে গাঙ্গাইর তার পালক নানার বাড়িতে বসবাস করত। ঘটনার দিন দুপুরে গাংগাইর বাজারে একটি হোটেল থেকে নাস্তা করে ফেরার পথে গেন্দা তার ছেলের মেসার্স মাহফুজ এন্টারপ্রাইজের পিছনে কৌশলে তাকে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ করার সময় তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দৌঁড়ে পালানোর সময় তাকে ধরে ফেলে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীরা রাতে সালিশি বৈঠক বসায়। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ধর্ষকসহ ওই নারীকে তাদের জিম্মায় নেয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ছানোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, এ বিষয়ে ধর্ষিতার পালক নানা বাদি হয়ে থানায় মামলা করেছেন। শুক্রবার (০৬ মার্চ) সকালে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং ধর্ষককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply