:: নিউজ বুক ডেস্ক ::
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় আজ শনিবার এসএমই পণ্য মেলা বন্ধ রয়েছে।
দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বুধবার (৪ মার্চ) শুরু হয় এসএমই মেলা। মেলা শেষ হওয়ার কথা আগামী ১২ মার্চ। ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকায় আজ মেলা বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ জন্য মেলার সময় ১৩ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন অষ্টম বারের মতো এ মেলার আয়োজন করেছে। এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়নার সেট, শিশুদের পোশাক, ছেলেদের ফতুয়াসহ বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। বিছানা চাদর, সোফার কুশন, নকশি কাঁথা, বালিশের কাভারসহ বিভিন্ন ধরনের ঘর-গৃহস্থালির পণ্যও এখানে বিক্রি হবে। ব্যাগ, জুতা, স্যান্ডেল, গয়না সবই পাওয়া যাচ্ছে।
আরো পাওয়া যাচ্ছে পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, তথ্য-প্রযুক্তি (আইটি) পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্য।
Leave a Reply