:: ধনবাড়ী সংবাদদাতা ::
‘‘দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’’ এই শ্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ীতে মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপলেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি স .ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, বলিভদ্র ইউপি চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু প্রমূখ।
উক্ত আলোচনা সভায় উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন এনজিও, সংগঠনের প্রতিনিধি ও এলাকার সুধী জন উপস্থিত ছিলেন।
Leave a Reply