:: রাণীনগর প্রতিনিধি ::
রাণীনগরে মামা বাড়িতে বেড়াতে এসে সুপ্রিয়া রাণী (১৫) নামের এক স্কুল পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে।
ঘটনার চার দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। স্বজরা সম্ভব্য সকল জায়গায় খোঁজাখঁজি করে না পেয়ে তার মামা বাদি হয়ে গত ১৩ মার্চ শুক্রবার দিন রাণীনগর থানায় একটি জিডি করেন। এনিয়ে পরিবারের মাঝে অজানা আতঙ্ক বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর মহল্লার সিদ্ধার্থ চন্দ্র কর্মকারের স্কুল পড়–য়া মেয়ে সুপ্রিয়া রাণী (১৫) গত ২ মার্চ নওগাঁ জেলার রাণনীগর উপজেলার স্থল গ্রামে তার মামা সুদর্শন কর্মকারের বাড়িতে এক ধর্মীয় অনুষ্ঠানে বেড়াতে আসে। ১২ মার্চ সকালে বাড়ি থেকে হরি-বাসর দেখোর জন্য বের হলে সারা-দিন বাড়িতে না আসলে অনেক খোঁজাখুঁজির এক পর্যায় ১৩ মার্চ সুদর্শন কর্মকার বাদি হয়ে রাণনীনগর থানায় একটি জিডি করেন যার নম্বার ৪৭০। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রীর কোন সন্ধান পাওয়া যায়নি।
আরো পড়ুন : বিশ্বে ৭ প্রাণঘাতী মহামারী
রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল ইসলাম বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে বলেন, মেয়েটি তার মামার বাড়িতে হরি-বাসর দেখতে এসে নিখোঁজ হয়েছে। তার মামা বাদি হয়ে থানায় জিডি করেছে। আমরা মেয়েটিকে উদ্ধারের জন্য চেষ্ঠা করছি।
Leave a Reply