:: আজিজুল হক ফারুক- বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি ::
নেত্রকোণার বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদের বারহাট্টা উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক ও বারহাট্টা সি. কে. পি. পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশিদ তালুকদার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টা ৩০মিনিটে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বৎসর।
তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গিয়েছেন।
তার মৃত্যুতে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি ও বারহাট্টা সি. কে. পি. পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ খেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা এবং আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Leave a Reply