:: মধুপুর সংবাদদাতা ::
টাঙ্গাইলের মধুপুরে সরকারী নির্দেশনা অমান্য করে মাদরাসা চালু রাখার দায়ে পৌর শহরের হাটখোলা কাশেফুল উলুম মাদরাসা ও বেরীবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া দুই মাদরাসাকে ৭০ হাজার টাকা জরিমানাসহ জুয়া খেলার দায়ে তিন জনকে ৫‘শত করে ১৫‘শত টাকা জরিমানা ও তিন জনকে মাদক আইনে ৬ মাসের করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নিবার্হী মেজিস্ট্রেট ও মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদরাসাকে ৭০ হাজার টাকা জরিমানাসহ জুয়া খেলার দায়ে তিন জনকে ৫‘শত করে ১৫‘শত টাকা এবং বুধবার পৌর শহরের ফুটপাত দখলমুক্ত, বিলবোর্ড অপসারণ করে শহর পরিষ্কার পরিচ্ছন্নসহ নানা অনিয়ম ২৩টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন মধুপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএ করিম।
Leave a Reply