:: মাগুরা প্রতিনিধি ::
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাগুরা শহরের বিভিন্ন চায়ের দোকানে শনিবার লাল পতাকা উত্তোলন করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে সাবান পানি সরবরাহ ও শহরের প্রধান সড়কে জীবাণুনাশক ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
সেনাবাহিনীর মেজর রাজু হাসান, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, মাগুরার পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন মন্ডল এসময় উপস্থিত ছিলেন।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিদিনই বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সবাই নিয়ম মেনে চললেও সন্ধ্যায় কিছু চায়ের দোকান খোলা হচ্ছে। সে কারণে শহরের প্রতিটি চায়ের দোকানে লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে। পাশাপাশি ন্যায্য মূল্যে টিসিবি ‘র পণ্য ক্রয়, জরুরী প্রয়োজনে বাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার সময় তিন ফুট দূরত্ব বজায় রাখতে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।
মাগুরায় এ পর্যন্তু নতুন তিনজনসহ মোট ৩৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে শনিবার ২৬ জনসহ মোট ১৪৬ জনের হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে।
Leave a Reply