:: নিজস্ব প্রতিবেদক ::
টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা নাটকীয়তার পর অবশেষে সেই ধর্ষক রাসেল (২০) এর সাথেই ৬ লাখ টাকার কাবিনমূলে অন্তঃসত্তা কলেজছাত্রী (১৮) বিয়ে হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ধনবাড়ী থানায় পুলিশি হেফাজতে থাকা অবস্থায় থানা সংলগ্ন নিকা রেজিস্টার তোফাজ্জল হোসেনের বাসায় ৬ লাখ টাকা কাবিনে এ বিবাহের নিবন্ধন করা হয়।
তবে এ বিবাহ নিবন্ধনকালে বয়স প্রমাণের কোন কাগজপত্র কিংবা জাতীয় পরিচয়পত্রের কোন কপি প্রদর্শন করা হয়নি বলে জানা যায়।
ধনবাড়ী পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল মজিদ মিন্টু বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, সোম ও মঙ্গলবার দুইদিন দফায়-দফায় দেন দরবারের পর গত মঙ্গলবার (৩১ মার্চ) মধ্য রাতে ৬ লাখ টাকা কাবিনে পুলিশি হেফাজতে থাকা রাসেলের সাথেই উভয় পক্ষের সম্মতিতে অন্তঃসত্তা ওই কলেজছাত্রীর বিবাহ সম্পন্ন হয়েছে।
অরো পড়ুন : ধনবাড়ীতে বিয়ের প্রলোভন কলেজছাত্রীকে ধর্ষণ : মোবাইলে গোপনে ভিডিও ধারণ !
ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, মঙ্গলবার দুপুরে খবর পাওয়ার সাথে-সাথে অভিযুক্ত ওই ছেলে-মেয়েকে থানায় আনা হয়। পরবর্তীতে রাতে উভয় পক্ষের সম্মতিতে বিবাহ সম্পন্ন হওয়ায় ঘটনাটির সমাধান হয়।
উল্লেখ্য, টাঙ্গাইলের ধনবাড়ীতে কলেজ পড়–য়া ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার প্রবাসী আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল ধনবাড়ী পৌর সভার সিংগাআটা গ্রামের জনৈক ক্ষুদ ব্যবসায়ীর কলেজ প–য়া মেয়ের সাথে ফেসবুকে পরিচয়ের সুবাধে কয়েক মাস যাবত দফায়-দফায় ধর্ষণ করে।
অরো পড়ুন : ধনবাড়ীতে বিনামূল্যে জিআরের চাল ও শুকনো খাবার বিতরণ (ভিডিও)…
এতে ওই কলেজছাত্রী অন্তঃসত্তা হয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় বেশ চানঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি মোটা আংকের টাকার বিনিময়ে প্রভাবশালীরা ধামাচাপা দিতে চেষ্টা করে ব্যার্থ হয়। নানা নাটকীয়তার পর মঙ্গলবার (৩১ মার্চ) খবর পেয়ে ধনবাড়ী থানা পুলিশ মেয়ের বাড়ী থেকে অভিযুক্ত ছেলে-মেয়েকে পুলিশি হেফাজতে নেয়।
Leave a Reply