:: ধনবাড়ী প্রতিনিধি ::
করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সনাক্তে মাঠ পর্যায়ে কাজের গতি বেড়ে গেছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত নির্দেশনা ছিল। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরের দিনই টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলা থেকে চার ব্যক্তির নমুনা সংগ্রহ করে করোনাপরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
শুক্রবার (০৩এপ্রিল) ভোর থেকেই মাঠে নেমে সংশ্লিষ্টরা দুপুরের মধ্যে নমুমা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা টেস্ট সেন্টারে পাঠিয়েছে।
ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহনাজ সুলতানা বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, একজন হাসপাতালের আইসোলেশনে থাকা ও একজন হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবিনা ইয়াসমিন বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, আইসোলেশনে থাকা দুইজনের নমুনা নেয়া হয়েছে। ঢাকায় কর্মরত ছিলেন এমন এক শ্রমিক, যিনি বিদেশ ফেরত কোয়ারান্টাইনে যাওয়া মালিকের কাছ থেকে গোপনে মধুপুরের বাড়িতে ফিরেছেন ও তার সান্নিধ্যে যাওয়া অপর এক ব্যক্তির। তাদের নমুমা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
Leave a Reply