:: আন্তর্জাতিক ডেস্ক ::
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। এই ভাইরাসের উৎসস্থল চীনে নিয়ন্ত্রণে থাকলেও করোনার তাণ্ডব চলছে এখন সারা বিশ্বে।
ওয়ার্ল্ডোমিটার-এর সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৪টি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মোট ১০ লাখ ৭ হাজার ৭৯৬ জন আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭২ হাজার ৬০০ জন।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ১৯০ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন। এর মধ্যে ২ লাখ ১২ হাজার ২২৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
Leave a Reply