:: ধনবাড়ী প্রতিনিধি ::
টাঙ্গাইলের ধনবাড়ীতে শনিবার (০৪ এপ্রিল ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ মোটর সাইকেল চালককে করোনাভাইরাস প্রতিরোধে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে ২ হাজার টাকা জরিমানা আদায় করেছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।
আরো পড়ুন : ধনবাড়ীতে অভাবী ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, ধনবাড়ী বাসস্ট্রেন্ড এলাকায় মোটর সাইকেল দিয়ে ঘুরা ফেরা করার সময় মো. রাসেল মিয়া ৫‘শত, মো. রুবেল মিয়া ১ হাজার এবং মো. আফজাল হোসেনকে ৫‘শত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ওসি মো. চাঁন মিয়া, সাংবাদকর্মী আব্দুল্লাহ আবু এহসান, মো. ইউনুস, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক কাজরুজ্জামান টিটু প্রমূখ।
Leave a Reply