:: আজিজুল হক ফারুক ::
’মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু…’। ঠিক এ দূর্যোগময় পরিস্থিতিতে খেটে-খাওয়া মানুনেরপাশে দাঁড়ালো নেত্রকোণার বারহাট্টা উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
নিজেরাই তহবিল গঠন করে শনিবার (০৪ এপ্রিল) শতাধিক মানুষের কাছে পৌঁছে দিলো তারা খাদ্য সমগ্রী তৈল, আটা, সাবান ও হ্যান্ডওয়াশ।
উপজেলার গোপালপুর বাজারসহ বিভিন্ন এলাকায় খাদ্য সমগ্রী বিতরণ করা হয়।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের মুশফিকুর রহমান, রোমান খান, বেলাল হোসেন বিল্লাল, পলাশ শেখ, সাখাওয়াত হোসেন তানিম, সোহেল মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply