:: বিনোদন প্রতিবেদক ::
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ নিয়ে এখন আতঙ্কে বিশ্ববাসী। ভাইরাসটি নিয়ে মানুষের বিভ্রান্তি দূর করা আর দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এবার নির্মিত হয়েছে নাটক। নাম ‘শুধু তোমার জন্য’। জামাল হোসেনের রচনায় এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান।
নির্মাতা জানান, এই নাটকটি সম্পূর্ণ পারিবারিক গল্পনির্ভর। গল্পে থাকছে করোনাভাইরাস নিয়ে সংকট, বিভ্রান্তি ও দিকনির্দেশনার কথা।
ইয়ামিন ইলান বলেন, ‘নাটকটির মূল গল্প বর্তমানে করোনাভাইরাসের প্রেক্ষাপটে রচিত। করোনা নিয়ে ঠাট্টা, বিদ্রুপ কিংবা ইস্যুকে পুঁজি করে খ্যাতি অর্জন নয়, বরং নাটকটি এই প্রসঙ্গের কিছু বিভ্রান্তিকে আলোকপাত করা হয়েছে। স্পন্সরদের কাছে কৃতজ্ঞতা-তারা ব্যবসায়িক উদ্দেশ্য মাথায় না রেখে কাজটি সুসম্পন্ন করার ওপর জোর দিয়েছেন।’
‘শুধু তোমার জন্য’ নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও তাসনুভা তিশা। আরও আছেন সুজাত শিমুল, বড়দা মিঠু, রিপা প্রমুখ।
Leave a Reply