:: টাঙ্গাইল প্রতিনিধি ::
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ টাকা প্রদান করছে টাঙ্গাইলের জেলা প্রশাসন। ইতিমধ্যে টাঙ্গাইলের ১২টি উপজেলায় ২৯ হাজার ৬৬ পরিবারের মধ্যে ১৬৩ দশমিক ৩৬ মেট্রিক টন চাল ও ১১ লাখ ২৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়া নতুন করে জেলায় কোন চাল বরাদ্দ দেয়া হয়নি। বর্তমানে জেলা প্রশাসনের কাছে জেলার জন্য কোন অর্থ মজুদ নেই। কিন্তু জেলার সকল উপজেলার জন্য নগদ অর্থ মজুদ রয়েছে ১২ লাখ ৭১ হাজার টাকা। চাল মজুদ রয়েছে জেলার জন্য ৯০ মেট্রিক টন ও উপজেলার জন্য ২৭৬ দশমিক ৬৪ মেট্রিক টন।
জানা যায়, ইতিপূর্বে টাঙ্গাইল সদর উপজেলার ৫শ’ পরিবারের মাঝে ২৫ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা, বাসাইল উপজেলার ৫শ’ পরিবারের মাঝে ১০ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা, সখীপুর উপজেলার ৫শ’ পরিবারের মাঝে ১৫ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা, মির্জাপুর উপজেলা ১৫ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা, দেলাদুয়ার উপজেলার ১৩০ পরিবারের মাঝে ১৮.৭ মেট্রিক টন চাল ও ৫৫ হাজার ৫শ’ টাকা, নাগরপুর উপজেলার ৬শ’ পরিবারের মাঝে ১৪ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা, কালিহাতী উপজেলার ৫শ’ পরিবারের মাঝে ১৫ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা।
ভূঞাপুর উপজেলার ১২০ পরিবারের মাঝে ১৩.৮ মেট্রিক টন চাল ও ৫৫ হাজার টাকা, গোপালপুর উপজেলার ৫শ’ পরিবারের মাঝে ১৫ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা, ঘাটাইল উপজেলার ৫শ’ পরিবারের মাঝে ১৫ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা, মধুপুর উপজেলার ৯৬০শ’ পরিবারের মাঝে ১০.৪ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা ও ধনবাড়ী উপজেলার ২৭০শ’ পরিবারের মাঝে ১২.৩ মেট্রিক টন চাল ও ৪০ হাজার ৫০০ বরাদ্দ দেয়া হয়।
পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, পিঁয়াজ ১ কেজি তেল কেজি, লবন ১ কেজি, ম্যাচ, মোমবাতি ও সাবান দেয়া হয়।
Leave a Reply