:: ধনবাড়ী প্রতিনিধি ::
করোনার প্রভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘর থেকে বের না হওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ১‘শত অসহায় প্রতিবন্ধির মাঝে চাল, ডাল, তেল, সাবানসহ খাদ্য সামগ্রী ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করেন বেসরকারী সংস্থা রান ডেভলপমেন্ট সোসাইটি। বিতরণ করা নিরাপত্তা সামগ্রীর মধ্যে ১ হাজার সেনিটাইজার ও মাস্ক ছিলো।
মঙ্গলবার (০৭ এপ্রিল) রান ডেভলপমেন্ট সোসাইটির ধনবাড়ীস্থ কার্যালয়ে এ খাদ্য সামগ্রী ও নিরাপত্তা সামগ্রী বিতরণ করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রান ডেভলপমেন্ট সোসাইটির ভাইস চেয়াম্যান মো. আমিনুল ইসলাম তালুকদার নিক্সন, মহা-সচিব মো. ইলিয়াস রাজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনছার আলী, মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান, সাংবাদিক মো. ইউনুস প্রমূখ।
Leave a Reply