:: মো. মঞ্জুরুল আহসান- শেরপুর প্রতিনিধি ::
দেশে উদ্ভূত করোনা পরিস্থিতিতে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরে সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ৮টি দোকানে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমীন বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, শনিবার (১১ এপ্রিল) বিকেলে পৃথক-পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সরকারী নির্দেশ অমান্য করে পৌরশহরের বিভিন্ন জায়গায় ৮টি দোকান খোলা থাকায় ওইসব দোকানীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
Leave a Reply