:: আজিজুল হক ফারুক- বারহাট্টা প্রতিনিধি ::
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নেত্রকোণার বারহাট্টায় ভিখারীগণ খুবই কঠিন সময় পাড় করছেন ।
লকডাউনের কারণে মানুষের কাছে গিয়ে তাদের হাত পাতার সুযোগও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডাম) উপজেলার ভিক্ষুকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোরশেদ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভিক্ষুকদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে কার্যক্রমের উদ্ধোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ডাম ফাউন্ডেশনের ইকোনমিক ডেভেলপমেন্ট বারহাট্টার এরিয়া ম্যানেজার দুলাল চন্দ্র দেবনাথ ও শাখা ম্যানেজার বিধান রঞ্জন কর সহ বারহাট্টা শাখার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রাণের প্রতিটি প্যাকেটের মধ্যে একটি মাস্ক ও ২০ কেজি চালসহ ডাল, আলু, তৈল, চিনি, পিয়াঁজ, সাবান প্রভৃতি সামগ্রী রয়েছে।
Leave a Reply