:: নিজস্ব প্রতিবেদক ::
মূল্য বৃদ্ধি এবং অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্যের মজুদের দায়ে নেত্রকোণার বারহাট্টায় ৯ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বারহাট্টা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া উম্মুল বানিন আদালত পরিচালনা করেন।
উপজেলা ভূমি অফিসের পেশকার মোঃ আনিছুজ্জামান জানান, পবিত্র রমজান উপলক্ষে উপজেলার বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মঙ্গলবার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজার ও বুধবার উপজেলা সদরের গোপালপুর বাজার পরিদর্শন করেন। ফকিরের বাজারের দুই ব্যবসায়ীকে ৯ হাজার ও গোপালপুর বাজারের সাত ব্যবসায়ীকে ২১ হাজার ৫শ টাকা জরিমাণা করা হয়।
Leave a Reply