:: নিউজ বুক ডেস্ক ::
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তবে বাতাসের চাপ নেই এবং নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিক রয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন হাওলাদার জানিয়েছেন, সমুদ্র উপকূলবর্তী হওয়ায় সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অধিক ঝুঁকিপূর্ণ এলাকায। এ তিন জেলার প্রায় দুই হাজারের মত আশ্রয় কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। সেখানে প্রায় ১৭ লাখ মানুষকে ওঠানোর টার্গেট নিয়ে কাজ করছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে ৯ হাজারেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে। তিনি আরো জানান, খুলনা বিভাগে পর্যাপ্ত ত্রাণ মজুদ রাখা হয়েছে। বিশেষ করে চাল,নশুকনা খাবার, নগদ টাকা শিশু ও গো খাদ্য পর্যাপ্ত মজুদ রয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় আমফানের কারণে মংলা বন্দরের সব ধরনের কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply