:: শেরপুর প্রতিনিধি ::
শেরপুরের নালিতাবাড়ীতে সরকারীভাবে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে সরকারী খাদ্যগুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এর শুভ উদ্বোধন করেছেন।
এ সময় অন্যান্যের মেধ্য উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ওয়াজকুরুনী, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকার, চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ আব্দুস সামাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম নাসির উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সম্রাট খান ও উপ-পরির্দশক সোহেল মিয়া।
গুদাম কতৃপক্ষ বিডি নিউজ বুক টোয়েন্টিফোর ডট নেটকে জানান, চলতি মৌসুমে ২৬ টাকা কেজি দরে অতিরিক্ত প্রাপ্ত বরাদ্দ ৪ হাজার ১৫৯ মেট্টিক টন ধান এবং ৩৬ টাকা কেজি দরে ৩ হাজার ২৫০ মেট্টিক টন চাল সরকারীভাবে ক্রয় করা হবে।
প্রথম পর্যায়ে ১৫৫৩ জন তালিকাভুক্ত কৃষকের কাছ থেকে এই ধান ক্রয় করা হবে এবং প্রতিজন কৃষক ২ মেট্টিক টন ধান বিক্রি করতে পারবেন বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে এম নাসির উদ্দিন এই প্রতিনিধিকে জানান।
Leave a Reply