:: নিউ বুক ডেস্ক ::
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিংয়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (৬ জুন) রাতে বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, ‘করোনা পরীক্ষার জন্য গত ৪ জুন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুরের নমুনা কক্সবাজারের ল্যাবে পাঠানো হয়। আজ পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ এসেছে। তাঁর জ্বর ও কাশি রয়েছে। বান্দরবানের স্থানীয় চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নত না হওয়ায় রোববার তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’
করোনা পরীক্ষার জন্য বীর বাহাদুরের পরিবারের অন্য সদস্যদের নমুনাও সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন ডা. অং সুই প্রু মারমা।
Leave a Reply